Dr. Neem on Daraz
Victory Day

দূষিত শহরের তালিকায় ঢাকার উন্নতি


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ১১:২৭ এএম
দূষিত শহরের তালিকায় ঢাকার উন্নতি

ঢাকা শহর। ফাইল ছবি

ঢাকাঃ বৃষ্টি নেই, তীব্র রোদ। এর মধ্যেই দূষিত শহরের তালিকায় উন্নতি করেছে ঢাকা। বায়ুদূষণের শীর্ষ ১০ শহর তো দূরের কথা, ঢাকার অবস্থান নেই ৩০ এর মধ্যে। ঢাকার বায়ুমানের অনেক উন্নতি হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ৫৬ নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৬ নম্বরে। ঢাকার বাতাস আজ জনস্বাস্থ্যের জন্য সহনীয়।

১৫৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহর। কাম্পালা শহরের বায়ুমানের অবস্থা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, যা খুবই ক্ষতিকর।

একই সময়ে ১৫৪ স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স শহর। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ধারাবাহিকভাবে ভারতের দিল্লি ১৫২ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে, পাকিস্তানের আরেক শহর করাচি ১৪৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইনচিওন ১৩৭ স্কোর নিয়ে ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই শহর ১৩৭ স্কোর নিয়ে সপ্তম, ১৩১ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো, চীনের শেনিয়ান ১২৯ স্কোর নিয়ে আছে নবম স্থানে এবং দক্ষিণ কোরিয়ার সিউল ১২৯ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।  

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে