Dr. Neem on Daraz
Victory Day

‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১১:২২ এএম
‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’

ঢাকাঃ ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল ১০টা পর্যন্তও ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ঘুরে কোথাও চোখে পড়েনি ভোটারের লম্বা লাইন। প্রিজাইডিং কর্মকর্তা বলছেন, গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে।

এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিতুমীর কলেজের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ভোটকেন্দ্রের (৮৪ নম্বর) চারটি কক্ষে মাত্র ২৫টি ভোট পড়েছে। অথচ সেখানে ভোটার ১৯শ এর বেশি।

সাড়ে ৯টা পর্যন্ত এক নম্বর কক্ষে ৭টা, দুই নম্বর কক্ষে ৩টা, তিন নম্বর কক্ষে ৬টা, চার নম্বর কক্ষে মাত্র ৯টা ভোট পড়েছে বলে জানিয়েছেন পোলিং এজেন্টরা।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. মেহেদী হাসান জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়লে হয়তো বাড়বে।

একই চিত্র গুলশান মডেল স্কুল ও কলেজের পাঁচটি কক্ষে। সেখানকার প্রতিটি কক্ষই ভোটার শূন্য। ৬৫ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৩৯ জন ভোটার থাকলেও এক ঘণ্টায় সাতটি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল্লাহ উমর নাছির।

৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. লতিফ সরকার বলেন, সকাল সকাল তো, তাই ভোটার সংখ্যা কম। গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবেন।

এই কেন্দ্রে নতুন ভোটার আফসানা রহমান জানান, আমি এই বছর প্রথম ভোট দিয়েছি। আমার অনুভূতি অনেক ভালো। ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

গত ১৫ মে মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শূন্য হয় এ আসন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে