Dr. Neem on Daraz
Victory Day

শ্রদ্ধা-ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১, ২০২৩, ১২:৪৮ পিএম
শ্রদ্ধা-ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

ঢাকাঃ সাত বছর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছেন বিভিন্ন দূতাবাসের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১ জুলাই) হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে ঘটনাস্থলে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদেশি দূতাবাসের কূটনীতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই ভবনের সামনে সকাল সাড়ে নয়টায় অস্থায়ী বেদীতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে কুটনীতিকরা হলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে সবাই একে একে শ্রদ্ধা জানান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। 

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিজান ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি নাগরিক, ১ জন ভারতের নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিকও দুই জন পুলিশ কর্মকর্তাসহ ২৩ জন নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্ড অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার জেরে পরবর্তীতে সারাদেশে পুলিশ ও র্যাব ২৭টি জঙ্গিবিরোধী অভিযান চালায়। এতে ৭৩ জন নিহত হয়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে