Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২৩, ১০:১৪ এএম
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ফাইল ছবি

ঢাকাঃ পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রাজধানীর বড় একটি অংশে আজ বুধবার (১০ মে) তিন ঘণ্টা গ্যাস থাকবে না।

গতকাল মঙ্গলবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামী ১০ মে রোজ বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী সংস্থাটি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে