Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৭ জনের ৫ জনই মারা গেলেন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২৩, ১০:৩৩ এএম
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৭ জনের ৫ জনই মারা গেলেন

ফাইল ছবি

ঢাকাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

শুক্রবার (৫ মে) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি জানান, রাব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। এতে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নিয়ন শেখ (২০)। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় আলমগীর হোসেনের (৩০)।

কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫ থেকে ১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধ অন্য দুইজন হলেন- মো. জুয়েল (২৫) ও ইব্রাহিম (৩৫)।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে জুয়েলের শরীরের ৯৭ শতাংশ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে