Dr. Neem on Daraz
Victory Day

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশার মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১২:৩০ পিএম
সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশার মৃত্যু

ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার (২৬) মারা গেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল নয়টার কিছু আগে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো চারজনে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায় আজ সকাল মারা যান তিনি। আয়েশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ওই ভবনে। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আয়েশাকে নিয়ে সংখ্যাটা চারজনে দাঁড়াল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটির তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এমনই ছিল যে, পাশের একটি ১৪ তলা আবাসিক ভবন কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে