Dr. Neem on Daraz
Victory Day

বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১০:৪৫ এএম
বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকাঃ রাজধানীর বনানীর কাকলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। 

শনিবার সকাল পৌনে ৮টার দিকে একটি বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বনানী থানার সৈনিক ক্লাব এলাকায় একটি দ্রুতগমী বাসের ধাক্কায় এক নারী শ্রমিক আহত হন। এ ঘটনার জের ধরে সেই এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যান চালাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

ট্রাফিক গুলশান বিভাগ সকাল সোয়া ৯টায় ফেসবুক স্ট্যাটাসে লিখেছে,‘এই মুহূর্তে বনানী-চেয়ারম্যান বাড়ি এলাকায় গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে চেয়ারম্যান বাড়ি থেকে থেকে উত্তরার দিকে আউটগোয়িং-ইনকামিং দুটোই বন্ধ। এই রুটের যাত্রীরা বাড্ডা-প্রগতি সরণি রোড ব্যবহার করতে পারেন।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই আমরা রাস্তায় চলে আসি। পরে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

তিনি আরও জানান, শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলেও আশপাশের এলাকায় অবস্থান করছে। ফের তারা যাতে রাস্তায় না নামতে পারে সেই জন্য সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। 

দুর্ঘটনার ব্যাপারে তিনি বলেন, যে বাস নারী শ্রমিককে ধাক্কা দিয়েছে ইতোমধ্যে আমরা ওই বাসের মালিকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি কিছু সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে