ঢাকাঃ বিএনপি ও সমমনা দলগুলোকে মিছিল করার অনুমতি দেওয়া হলেও জামায়াত সেই অনুমতি পায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেছেন, অনুমতি না পাওয়ার পরও জামায়াতের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতে ইসলামীকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অনুমতি না পেলেও জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পুলিশের কয়েকজন সদস্যসহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুইউ