Dr. Neem on Daraz
Victory Day

শাহজালাল বিমানবন্দরে দুটি তেলের গাড়িতে আগুন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১২:০৭ পিএম
শাহজালাল বিমানবন্দরে দুটি তেলের গাড়িতে আগুন

ঢাকাঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে এই আগুনে সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর চারটি ইউনিট কাজ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সরকারী পরিচালক শাহজাহান শিকদার। 

তিনি জানান, বিমানবন্দরে ৩নং টার্মিনালে তেলবাহী গাড়ি রাখা ছিল। সেখানে দুটিতে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর ১০টা ৫২ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, থার্ড টার্মিনালে একটি তেলের লরি থেকে আরেকটিতে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লরি দুটিতে আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে