Dr. Neem on Daraz
Victory Day

গভীর রাতে গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০১:৪১ পিএম
গভীর রাতে গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

ঢাকাঃ রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লাইনে লিকেজ মেরামতের সময়ে আগুন লেগে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হচ্ছেন- মো. খলিলুর রহমান (৪৫), মো. সিরাজুল ইসলাম (২০), মো. জুম্মন (১৯), মো. আজিজুল (৬৫), আব্দুর রহমান (৬০) ও জিহাদ (৫০)।

তিতাস জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শফিউল আলম জানিয়েছেন, আমরা খবর পাই জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচ থেকে গ্যাস লিকেজ হচ্ছে। পরে শুক্রবার দিবাগত রাতে জুরাইনে সেই ঘটনাস্থলে গিয়ে লিকেজ সারানোর জন্য শ্রমিকদের দিয়ে গর্ত করানো হয়। সে সময়ে মাটি কেটে গর্ত করার স্থানে পাশের ড্রেনের পানি চলে আসে।

তিনি আরও জানান, পরে বৈদ্যুতিক আলো দিয়ে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়। গর্তে ছিলেন শ্রমিক খলিল, আর বাকিরা গর্তের চার পাশে দাঁড়িয়ে ছিলেন। এতে তারা দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে খলিলের ৩০ শতাংশ, ও সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হলেও তাদের করে অবজারভেশনে রাখা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

কদমতলী থানার উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিতাসের ঠিকাদারের ৫ শ্রমিক ও স্থানীয় একজনসহ ছয় জন দগ্ধ হয়। বর্তমানে পাঁচ জন চিকিৎসাধীন।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে