Dr. Neem on Daraz
Victory Day

যান চলাচল স্বাভাবিক রেখে বক্তব্য-স্লোগানে চলছে বাম জোটের হরতাল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১০:১২ এএম
যান চলাচল স্বাভাবিক রেখে বক্তব্য-স্লোগানে চলছে বাম জোটের হরতাল

ঢাকাঃ জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে চলছে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। 

হরতাল পালনকারীরা পল্টন মোড়ে কৌশলী অবস্থান নিয়েছেন। তারা সড়কে অবস্থান নিলেও মোড়ের প্রায় সব রাস্তাতেই চলছে গাড়ি। তার মাঝখানে বক্তব্য আর স্লোগানে হরতাল পালন করছেন বামজোটের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর পল্টন মোড়ে এই চিত্র দেখা গেছে।

এর মাঝেই স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা খুলছেন দোকানপাট। বিনাবাধায় অফিস যাচ্ছে মানুষ। হরতালের সমর্থনে জোটের নেতাদের বক্তব্য আর স্লোগান চলছে পল্টন মোড়ে।

মাঝে মাঝে হরতালকারীদের সঙ্গে বাসের চালকদের তর্ক-বিতর্ক হচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা বাস ছেড়ে দিচ্ছেন। এছাড়া মোটরসাইকেলের চালকরা মাঝে মাঝেই হরতালকারীদের তোপের মুখে পড়ছেন।

এদিকে হরতাল সমর্থনে সকাল থেকেই বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করছেন এবং রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। 

হরতাল সমর্থনে বক্তারা বলেন, এই সরকার লুটপাটের সরকার, ভোট ডাকাতের সরকার। তারা আজ দুর্নীতিবাজ ও লুটেরাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে লুটেরাদের সুবিধার জন্য। যে কারণে সবকিছুর দাম বেড়েছে। ফলে জনজীবনে নাভিশ্বাস চলে এসেছে। তাই আপনারা (জনগণ) আমাদের হরতাল পালন করুন। 

তারা অভিযোগ করে বলেন, হরতাল বাধাগ্রস্ত করতে সরকার গতকাল রাতে আমাদের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানা যায়, পল্টন, প্রেস ক্লাব এলাকা ছাড়াও ভিক্টোরিয়া পার্ক, শাহবাগ, মিরপুর-১০ ও মোহাম্মদপুরে বাম সংগঠনগুলো হরতালের সমর্থনে মিছিল ও বিক্ষোভ করছে।

হরতালে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে