Dr. Neem on Daraz
Victory Day

হাফ ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০২:০০ পিএম
হাফ ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকাঃ বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম শিক্ষার্থী মুজাহিদ হাসান জানান, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। 

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে