Dr. Neem on Daraz
Victory Day

ট্রেড লাইসেন্স আছে কি না, দোকানে দোকানে খোঁজ নিচ্ছেন মেয়র তাপস


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: মে ১১, ২০২২, ০১:১৫ পিএম
ট্রেড লাইসেন্স আছে কি না, দোকানে দোকানে খোঁজ নিচ্ছেন মেয়র তাপস

ঢাকাঃ ট্রেড লাইসেন্স আছে কি না, সে খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১১ মে) লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শনে এসে আশপাশের দোকানে তিনি ট্রেড লাইসেন্সের খোঁজ নেন।

এদিন বেলা ১১টার দিকে ওই এলাকার বিভিন্ন দোকানে লাইসেন্সের বিষয়ে দোকানিদের সঙ্গে কথা বলেন মেয়র।

এসময় তিনি একটি স্টেশনারি শো পিসের দোকানে ঢুকে দোকান মালিককে জিজ্ঞেস করেন ট্রেড লাইসেন্স আছে কি না। দোকানি মেয়রের প্রশ্নের জবাবে ট্রেড লাইসেন্স আছে বলে জানান। মেয়র লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা বের করে দেখান। ট্রেড লাইসেন্স থাকায় দোকানিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসেন ব্যারিস্টার তাপস।

অন্য একটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্স দেখতে চাইলে দোকানি তা দেখান। এসময় মেয়র দোকানিকে বলেন, ট্রেড লাইসেন্স দোকানে টাঙিয়ে রাখবেন, যেন দোকানে ঢুকেই দেখা যায়। তাহলে কেউ জিজ্ঞেস করবে না।

এভাবেই আরও বেশ কয়েকটি দোকানে ঢুকে ট্রেড লাইসেন্সের খোঁজখবর নেন মেয়র।

এসময় মেয়র তাপস বলেন, ‘ব্যবসার প্রয়োজনেই ট্রেড লাইসেন্স প্রয়োজন। এর জন্য গুরুত্বপূর্ণ এই কাগজ পাশে রাখতে হবে। যেন সহজেই দেখাতে পারেন। সবাইকেই ট্রেড লাইসেন্স করতে হবে এবং নবায়ন করতে হবে।’

তাপস বলেন, ‘প্রয়োজনে প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স লেমেনেটিং করে ঝুঁলিয়ে রাখতে হবে। ব্যবসার প্রয়োজনে এটা করতে হবে। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই।’

ট্রেড লাইসেন্স থাকলে কোনো ধরনের সমস্যা হবে না জানিয়ে মেয়র বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র দোকানেই রাখবেন। তখন আর কেউই ঝামেলা করবে না। সিটি করপোরেশন থেকে কেউই না থাকার কারণ জানতে চাইবে না। মেয়রও জানতে চাইবেন না। তাই দোকনে ট্রেড লাইসেন্স ঝুঁলিয়ে রাখবেন।’

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে