Dr. Neem on Daraz
Victory Day

যাত্রীদের ভোগান্তি কমানো গণশুনানি করেছে বেবিচক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৪:৩৯ পিএম
যাত্রীদের ভোগান্তি কমানো গণশুনানি করেছে বেবিচক

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যাত্রীদের ভোগান্তি কমানো ও সেবার মান বাড়ানোর জন্য গণশুনানি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (৪ঠা অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ টার্মিনাল-১ এ এই গণশুনানি অনুষ্ঠিত হয়। 

এতে যাত্রীরা নানা সমস্যার কথা তুলে ধরেন। উঠে আসে বিভিন্ন সংস্থা ও এয়ারলাইন্সের নানা অসংগতির কথাও। শুনানিতে বিমানবন্ধর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। যাত্রীদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বেবিচক চেয়ারম্যান।

পরে তিনি জানান, যাত্রীদের সব সমস্যা সমাধান করার পাশাপশি সামনে যাতে কোনো ভোগান্তি না থাকে সে বিষয়ে কাজ করছেন তারা। শুনানিতে মাদক চোরাচালান নিয়েও সতর্ক করেন বেবিচক চেয়ারম্যান।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে