Dr. Neem on Daraz
Victory Day

মধ্যরাত থেকে কর্মবিরতিতে রাইড শেয়ারিং চালকরা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১১:৫৯ পিএম
মধ্যরাত থেকে কর্মবিরতিতে রাইড শেয়ারিং চালকরা

ফাইল ছবি

ঢাকাঃ ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং সার্ভিসের চালকদের প্ল্যাটফর্ম অ্যাপ-বেজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে তারা তাদের সেবা বন্ধ রাখবেন। প্ল্যাটফর্মটির সমন্বয়কারী বেলাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাপভিত্তিক সেবা প্রদানকারীদের ৩৫টি সংগঠনের সঙ্গে আলোচনার পর গত কয়েকদিন আগে তারা এ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

অ্যাপভিত্তিক সেবা প্রদানকারীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া, সব রাইড সার্ভিসের জন্য ১০ শতাংশ কমিশন নির্ধারণ, পুলিশি হয়রানি বন্ধ করা এবং তাদের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করাসহ ৬ দফা দাবিতে তারা এ কর্মসূচির আহ্বান করা হয়েছে বলে জানান বেলাল আহমেদ।

রাজধানীর বাড্ডায় আজ ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল পোড়ানোর ঘটনার সঙ্গে এ কর্মসূচির সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এই কর্মসূচির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে