Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ বন্ধু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৯:৫২ পিএম
রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ বন্ধু

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরঝিল মহানগর ব্রিজের পাশে সেপটিক ট্যাংকে হঠাৎ বিস্ফোরণ এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন, আল কবির (২২), সিয়াম (১৮) ও ফরহাদ আকাশ (২১)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের সবার বাড়ি ঝিনাইদহে বলে জানিয়েছেন আহত ওই তিন যুবকের বন্ধু নাজমুস সাকিব। 

তিনি জানান, বন্ধু আল কবিরের বারডেম হাসপাতালে ভাইভা ছিল। ভাইভা শেষে তারা চার বন্ধু হাতিরঝিলে ঘুরতে যায়। তখন দগ্ধ ওই তিন যুবক ট্যাংকের ওপর বসে ছিল। সে ছিল একটু নিচে দাঁড়িয়ে। হঠাৎ বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী বের হয়। সঙ্গে সঙ্গে তারা পানিতে নেমে যায়। পরে তাদেরকে সেখান থেকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। 

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, হাতিরঝিল থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সিয়ামের ১৫ শতাংশ, ফরহাদ আকাশ মইনের ২৪ শতাংশ ও আল কবির ৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে