Dr. Neem on Daraz
Victory Day

সেগুনবাগিচায় প্রাইভেটকারে মিললো দুই যুবকের মরদেহ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১২:৪১ পিএম
সেগুনবাগিচায় প্রাইভেটকারে মিললো দুই যুবকের মরদেহ

প্রতীকী ছবি (সংগৃহীত)

ঢাকাঃ রাজধানীর সেগুনবাগিচায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সেগুনবাগিচার বটতলা এলাকার নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেটকার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

তারা হলেন, নাভানা সিএনজি প্যাম্পের ডেন্টিংয়ের রাকিব (২৬) ও সিয়াম (১৯) নামের দুই কর্মী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৩০ আগস্ট) রাতে মরদেহ পড়ে থাকা প্রাইভেটকারে ওই দুই কর্মী ডেন্টিংয়ের কাজ করে। গভীর রাতে কাজ শেষ হওয়ায় তারা প্রাইভেটকারেই ঘুমিয়ে পড়ে। সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের মরদেহ উদ্ধার করে। 

দুই যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মওদুদ হাওলাদার জানান, সেগুনবাগিচার বটতলা এলাকার নাভানা ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকারে দুই যুবকের সাড়া না পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। 

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ সাজ্জাদুর রহমান জানান, সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে, মৃত দুই ব্যক্তি ওই ফিলিং স্টেশনে ডেন্টিংয়ের কাজ করতেন। ঘটনাটি আত্মহত্যা, নাকি হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। তদন্ত শুরু হয়েছে, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে