Dr. Neem on Daraz
Victory Day
সালাম পার্টি, মলম কিংবা অজ্ঞান পার্টি

রাজধানীতে সক্রিয় পেশাদার ৫ শতাধিক ছিনতাইকারী


আগামী নিউজ | রাজধানী ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১০:১৩ এএম
রাজধানীতে সক্রিয় পেশাদার ৫ শতাধিক ছিনতাইকারী

ঢাকাঃ পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনার পর থেকে রাজধানীর ছিনতাই পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবছে পুলিশ। পেশাদার ছিনতাইকারীদের ধরতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে রাজধানীর থানাওয়ারী ছিনতাইকারীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। এতে ৫ শতাধিক ছিনতাইকারীর নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এমনকি কয়েকজনের মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে।

এতে দেখা যায়, রাজধানীতে সবচেয়ে বেশি ছিনতাইকারী তালিকাভুক্ত হয়েছে ভাটারা থানায়। যার সংখ্যা ৩৪ জন। এছাড়া মিরপুর, উত্তরা, শাহবাগ, পুরান ঢাকা এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য রয়েছে।

রাজধানীর সবচেয়ে কম ছিনতাইপ্রবণ এলাকার মধ্যে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান অন্যতম। এ এলাকায় মাত্র ৩ জন ছিনতাইকারীর নাম পেয়েছে পুলিশ। সব মিলিয়ে ঢাকায় তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা ৫৮৪ জন। এদের মধ্যে কেউ অজ্ঞান পার্টি, কেউ মলম পার্টি কেউবা সালাম পার্টির সদস্য। ছিনতাইকারীদের একটি বড় অংশ পেশাদার মাদকসেবী হিসাবে পুলিশের তালিকাভুক্ত।

রাজধানীর ছিনতাইকারীদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সক্রিয় ছিনতাইকারী বলতে যাদেরকে বোঝায় এরকম ৫ শতাধিক ছিনতাইকারীর তালিকা আমাদের কাছে আছে। এরা পেশাদার ছিনতাইকারী। এদের অনেকে নেশার টাকা জোগাড়ের জন্য ছিনতাই করছে।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে