Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ায় কাস্টমস সরকার এসোসিয়েশনের সম্পাদককে ছুরিকাঘাত


আগামী নিউজ | হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৬:৫৩ পিএম
আশুলিয়ায় কাস্টমস সরকার এসোসিয়েশনের সম্পাদককে ছুরিকাঘাত

ফাইল ফটো

ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে  ডিইপিজেড কাস্টমস সরকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকে মোহন মৈশান (৪৫) কে ছুরিকাঘাত ও মারধরে অভিযোগে মামলা হয়েছে। 
 
সোমবার (২৮ জুন) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব। 
 
এরআগে, বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে আশুলিয়ার ডিইপিজেড সিএনএফ কাস্টম অফিসে এ মারধরের ঘটনা ঘটে। পরে (২৬ জুন মামলা দায়ের করেন ভুক্তভোগী মোহন মৈশান। 
 
মামলায় আসামিরা হলো আশুলিয়ার মোখলেসুর রহমান রঞ্জু মিয়া (৩৫), হাবিবুর রহমান ওরুফে হাবু (৩০), ময়মনসিংহ জেলার পাবনা থানার কান্দিপাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে আব্দুস সালাম (৩২), পটুয়াখালী জেলার বাউফ থানার কর্ণবাটি গ্রামের আবুল বাশার শিকদারের ছেলে মোঃ মনির হোসেন (৪০)। 
 
ভুক্তভোগী মোঃ মোহন মৈশান ডিইপিজেড সিএনএফ কাস্টম অফিসের কর্মকর্তা ও ডিইপিজেড কাস্টমস কল্যান সরকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার  মাইজখান গ্রামের কুরবান আলির ছেলে। 
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহনের অফিসের কর্মকর্তার রঞ্জু মিয়ার সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসচ্ছে। সেই বিরোধের জের ধরে গত ২৪ জুন দুপুরে তাদের দুই জনের ভেতরে কথা কাটাকাটি হয়। পরে রঞ্জু মিয়া বাইরে গিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে মোহনের উপর অর্তকিত হামলা করে। এক পর্যায়ে হাবু তাকে ছুরিকাঘাত করে। এসময় ভুক্তভোগীকে মারধর করে  সবাই। 
 
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার আগামী নিউজ কে বলেন, তাদের অভন্তরির কোন্দলে আসলে এই ঘটনা ঘটছে৷ মামলা হয়েছে আমি তদন্ত করে দেখছি। এছাড়া আসামীদের গ্রেফতারেও চেষ্টা চলছে। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে