ঢাকাঃ রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়ে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি কোনো গাড়ির সিলিন্ডার নাকি ভবনের এসির তা এ রিপোর্ট লেখার সময় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে। যে ভবন থেকে শব্দ শোনা গেছে ওই ভবনে আড়ংয়ের শোরুম রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট পাঠানো হয়েছে।
এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।
রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনও নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে।
বিস্তারিত আসছে...