Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সমাবেশ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২১, ১১:১৯ এএম
রাজধানীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সমাবেশ

ঢাকাঃ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর হিন্দুদের বাড়িঘরে আগুন এবং নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তাদের দাবী, ভারতের পশ্চিম বাংলায় নির্বাচন পরবর্তী হিন্দুদের শত শত বাড়িঘরে ব্যাপক হামলা, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণের পর হত্যা এবং খুনের ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে অগ্নিসংযোগের একজন বালক পুড়ে মারা গেছে। ব্যাপক হামলার ফলে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী আসাম রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তারা অবিলম্বে পশ্চিম বাংলায় ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদির হস্তক্ষেপ দাবি করেছেন।

গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা। সমাবেশে কলকাতার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশকে ঘিরে পুলিশ চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। তারা যাতে মিছিল বের করতে না পারে সেজন্য সতর্ক ছিল পুলিশ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এডভোকেট দীনবন্ধু রায় বলেন, এক সময় বাংলার এই হিন্দুরা একটু শান্তিতে বসবাস করার জন্য এদেশ ছেড়ে ভারতে গিয়েছিল। কিন্তু, ৭০% হিন্দুর দেশে গিয়েও হিন্দুরা সেখানে স্বস্তিতে নেই।

সংগঠনের  মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশে যেমন হিন্দুরা নির্যাতিত হচ্ছে তেমন করে ভারতের হিন্দুরা শান্তিতে নেই। তারাও নির্যাতনের শিকার হচ্ছে। মমতা বন্দোপাধ্যায় একজন সাম্প্রদায়িক। তিনি মুসলিমদের প্ররোচনায় পশ্চিম বাংলায় হিন্দুদের ওপর নির্যাতন করছেন। এটা মেনে নেয়া যায় না। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক মমতাকে ক্ষমতা থেকে বিদায়ের জন্য পশ্চিম বাংলার হিন্দুদের এক হয়ে আন্দোলনে নামতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, প্রকাশনা সম্পাদক সাগরিকা মণ্ডল, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি তাপস বৈরাগী, সাংগঠনিক সম্পাদক তুলন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক চয়ন বাড়ৈ, ঢাকা মহানগর হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অখিল বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, সাধারণ সম্পাদক মৃণাল মধু, প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন গাইন, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক তপু কুন্ডু ও প্রচার সম্পাদক বিধান সরকার অর্ঘ্য প্রমুখ।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে