Dr. Neem on Daraz
Victory Day

মনীষীদের শিক্ষামূলক উক্তি ও বাণী সমূহ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২২, ১০:৩১ এএম
মনীষীদের শিক্ষামূলক উক্তি ও বাণী সমূহ

ঢাকাঃ শিক্ষামূলক উক্তি গুলো মানুষের জীবন চলার পথে অনেক কাজে লাগতে পারে। তবে মহান মনীষীদের বাণী গুলো জীবনে প্রয়োগ করতে হবে। তাহলেই আপনি একজন সফল মানুষ হতে পারবেন। অন্যথায় শুধুই অধ্যায়ন করে আনন্দ লাভ ছাড়া আর কিছুই পাবেন না।
তাই নিচের শিক্ষামূলক উক্তি গুলো বার বার পড়ে আয়ত্ব করার অনুরোধ রইল।

যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।- তিরমিযী

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। – তিরমিযী

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো – বুখারী

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।- নেপোলিয়ন বোনাপার্ট

আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।– শিলার

জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না। – এরিষ্টটল

তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।– রবীন্দ্রনাথ ঠাকুর

ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও।“- স্বামী বিবেকানন্দ

“সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে