ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশসহ ১৫ টি দেশের উপর থেকে। পাশাপাশি যারা ৬ মাসের বেশি সময় ধরে দেশে অবস্থান করছেন তাদেরকেও ফেরার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার এক ঘোষণায় আমিরাত সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কো’ভি’ড প্রতিষেধক দুই ডো’জ টি’কা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিক। নিষেধা’জ্ঞা তুলে নেওয়া দেশগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নাম্বিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইব্রেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।
কর্তৃপক্ষ যেসব শর্তে ফেরার সুযোগ দিয়েছেঃ
১. ইতিপূর্বে দুই ডো’জ টি’কা গ্রহণ করেছেন তারা আপাতত ফিরতে পারবেন।
২. আমিরাতে ফেরার পূর্বে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) -এর ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আবেদন করতে হবে।
৩. বিমান ছাড়ার ৪৮ ঘন্টা পূর্বের ক’রো’না নে’গেটিভ সনদ থাকতে হবে।
৪. বিমানবন্দরে রে’পিড পিসিআর টেস্ট করে নে’গেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।