ঢাকাঃ সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বিভাগ এবং জাওয়াজাতের যৌথ অভিযানে গত ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করা হোচ্ছে। এর জের ধরে গত এক সপ্তাহে সৌদি আরবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৬ হাজার ৬৩৮ অবৈধ প্রবাসীদের গ্রেফতার হয়েছে।
সৌদি গেজেটে'র বরাত দিয়ে জানা যায়, গ্রেফতারকৃত ১৬ হাজার ৬৩৮ জন অবৈধ প্রবাসীর মধ্যে ৫,৮০০ জন'কে ইকামা না থাকা, ইকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া, বা রেসিডেন্সি আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ৯,৩৮৩ জনকে অবৈধ'ভাবে সৌদি আরবে প্রবেশ বা সৌদি আরব ত্যাগ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং ১,৪৫৫ জনকে শ্রম আইন ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৮৪৯ জনকে। এর মধ্যে ৫৫ শতাংশ ইয়েমেনি, ৪৩ শতাংশ ইথিওপিয়ান, এবং ২ শতাংশ বাংলাদেশসহ বিভিন্ন জাতীয়তার মানুষ ছিলেন। এছাড়াও ১৯ জনকে অবৈধ'ভাবে সৌদি আরব ছেড়ে পালিয়ে যাবার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অবৈধ'ভাবে সৌদি আরবে প্রবেশ এবং সৌদি আরব ত্যাগে সহায়তা করায়, এবং অবৈধ প্রবাসী'দের আশ্রয় দেবার অপরাধে ১১ জনকে গ্রেফতা'র করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বা যারাই সৌদি আরবে অবৈধ প্রবাসীদের'কে প্রবেশে সহায়তা করবে, তাদের আশ্রয় প্রদান করবে বা পরিবহ'ণে সহায়তা করবেন, তাদের সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং সর্বো'চ্চ ১৫ বছরের জেল হতে পারে। এর পাশাপাশি তাদের নাম ও অপরাধ স্থানীয় গণ'মাধ্যমে প্রচার করা হবে।