Dr. Neem on Daraz
Victory Day

রোজিনা ইস্যুতে আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৪:২৪ পিএম
রোজিনা ইস্যুতে আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে তার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

মঙ্গলবার (১৮ মে)  এক অনলাইন সভায় এই প্রতিবাদ জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। সভাটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা দেশের জনগণের উপকার করেছেন। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে