ছবি; সংগৃহীত
ঢাকাঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলাম। দীর্ঘ সময় ধরে ওয়াশিংটনে কাজ করা রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। অ্যাম্বাসেডর জিয়া উদ্দিন অবসর নিতে যাচ্ছেন।
১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল কূটনৈতিক জীবনে কোলকাতা, জেনেভা ও ওয়াশিংটনে কাজ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ঢাকাস্থ হেড কোয়ার্টারে তিনি বহু পদে কাজ করেছে। মহাপরিচালক হিসাবে আমেরিকাস ও ইউরোপ উইং সামলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর শহীদুল ইসলাম দুই সন্তানের জনক।
আগামীনিউজ/এএইচ