Dr. Neem on Daraz
Victory Day

জর্ডানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মস্থলে যোগদান


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১২:২১ পিএম
জর্ডানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মস্থলে যোগদান

জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস নাহিদা সোবহান সম্প্রতি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ২১ ফেব্রুয়ারি তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আম্মান কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জর্ডান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

যোগদানের প্রথম কর্মদিবসেই তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন এবং তার কর্মপরিকল্পনার কথা জানান। যেকোনো ধরনের দুর্নীতি ও প্রবাসী বাংলাদেশীদের হয়রানি বন্ধে সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান আম্মানে যোগ দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনিই হলেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত প্রথম কোনো বাংলাদেশি নারী রাষ্ট্রদূত। জর্ডানের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে একজন পেশাদার ও দক্ষ নারী কূটনীতিকের নিয়োগের ফলে বাংলাদেশ-জর্ডান সম্পর্কের এক নতুন দিগন্ত সূচিত হতে যাচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা। বিশেষ করে কূটনীতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে জর্ডানে বাংলাদেশি শ্রম বাজার ও সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারিত হবে বলে তারা মনে করেন।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে