Dr. Neem on Daraz
Victory Day

আমেরিকায় এবারের বঙ্গ সম্মেলন জুলাইতে


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০১:৩৩ পিএম
আমেরিকায় এবারের বঙ্গ সম্মেলন জুলাইতে

আমেরিকার লাস ভেগাস শহরটির নাম শুনলে প্রথমেই মাথায় আসে ক্যাসিনো, চোখ ঝলসানো ইমারত, প্রাচুর্যে ভরপুর এক স্বপ্ননগরীর কথা। কয়েক মাস বাদে সেই প্রাচুর্যের শহরে পাওয়া যাবে বঙ্গদেশের ছোঁয়া। পশ্চিম বাংলার হাজারো বাঙালি বাংলা ভাষার টানে, নস্টালজিয়ার টানে, ভালোবাসার টানে, কাজকর্ম, ব্যস্ততা এবং আরো অনেক কিছুকে শিকেয় তুলে হাজির হবেন ৪০তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে (এনএবিসি)।

চলতি বছরের ৩, ৪ ও ৫ জুলাই লাস ভেগাসে বসতে চলেছে এই অনুষ্ঠান। শুধু আমেরিকায় যেসব বাঙালি থাকেন তারাই যাবেন এমনটা নয়, ইউরোপ, অস্ট্রেলিয়ার প্রবাসীরাও ভাষার টানে জড়ো হবেন লাস ভেগাসে। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা যোগ দেবেন সেই অনুষ্ঠানে। সেখানে থাকবে পিসি সরকার জুনিয়রের ম্যাজিক। সম্প্রতি কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএবিসির কর্মকর্তারা।

বঙ্গ সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে। এক স্কুল বাড়িতে মাত্র আড়াইশ লোক নিয়ে শুরু হয়েছিল এই সম্মেলন। কিন্তু চোখে ছিল স্বপ্ন, আরো বড় কিছু করার। সেখান থেকে ক্রমশ বস্টন, শিকাগো থেকে শুরু হয়ে লাস ভেগাস এবং লস অ্যাঞ্জেলেস ছড়িয়ে পড়ে অনুষ্ঠানটি। এবারের সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ব্যবসাসংক্রান্ত আলোচনা এবং জম্পেশ খাওয়া-দাওয়া। থাকবে শিশুদের তৈরি জিনিসপত্রের বিশেষ প্রদর্শনী।

আগামী নিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে