Dr. Neem on Daraz
Victory Day

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কুয়েতে ফিরতে শুরু করেছেন


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৩:৩৭ পিএম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কুয়েতে ফিরতে শুরু করেছেন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কুয়েতে ফিরতে শুরু করেছেন আটকেপড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। এদিকে দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে আসে প্রথম ফ্লাইটটি।

করোনা মহামারির কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচ দেশের বিমান চলাচল বন্ধ ছিলো। করোনা সংক্রমণ স্বাভাবিক হওয়ায় সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

তবে সরাসরি ফ্লাইটের কারণে টিকেটের সংকট দেখা গেছে বলে জানিয়েছেন অনেক প্রবাসী। আগত যাত্রীদের ৭২ ঘণ্টা পূর্বের পিসিআর নেগেটিভ সনদ ও সাত দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হচ্ছে।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ৮ সেপ্টেম্বর ৬৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৫৬২ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজার ৬৫২ জন। আর মৃত্যু হয়েছে ২৪২৭ জনের।

দীর্ঘদিন ফ্লাইট বন্ধের ফলে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের ৩ লাখ ৯০ হাজার কুয়েত প্রবাসী আটকে পড়ে। নিজ নিজ দেশে আটকেপড়ায় অনেকের আকামা বাতিল হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে