Dr. Neem on Daraz
Victory Day

কুয়েতে বাংলাদেশের এমপি পাপুল গ্রেফতার 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৫:৪৮ পিএম
কুয়েতে বাংলাদেশের এমপি পাপুল গ্রেফতার 

মানব পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতে দেশটির পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। একাধিক সূত্রে জানা গেছে, অবৈধ ব্যবসা, অনিয়ম ও মানব পাচারের অভিযোগে বাংলাদেশের এই জনপ্রতিনিধিকে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা গতকাল  রাতে গ্রেফতার করেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম রোববার  দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘আমি অন্য একটি মাধ্যমে জানতে পেরেছি যে গত রাতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে তার কুয়েতের বাসা থেকে দেশটির পুলিশ গ্রেফতার করেছে। তবে আমি সরকারিভাবে গ্রেফতারের বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি।’

এর আগে, গত ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যম দৈনিক আল কাবাস, এমবিএস নিউজ ও আরব টাইমস খবর ছাপে, কুয়েতের স্বারাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচারের অভিযোগে অভিযান শুরু করছে। ওই সময় মানব পাচারকারীদের তালিকায় বাংলাদেশি একজন জনপ্রতিনিধির নাম রয়েছে বলে জানানো হয়।নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কাজী শহিদ ইসলাম পপুলের  পেশা আন্তর্জাতিক ব্যবসা।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে