Dr. Neem on Daraz
Victory Day

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করার দাবি


আগামী নিউজ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০১:২৫ পিএম
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করার দাবি

ফ্রান্সে ভিনদেশিদের হাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা প্রতিনিয়ত চুরি, ছিনতাই এবং নির্যাতনের শিকার হচ্ছেন। এর প্রতিবাদে ২০১৯ সালে প্যারিসের মেয়র এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক হয় ফ্রান্স বাংলাদেশ ইকনোমিক চেম্বারের আয়োজনে। এর সঙ্গে ছিল ফ্রান্স বাংলাদেশ বিজনেস কো-অপারেটিভ অ্যান্ড ফেডারেশন। এরপর ফ্রান্স পার্লামেন্টারিয়ান সদস্য দানিয়াল ওবনোর সাথে সরাসরি বৈঠক করে (BCF) নামের একটি বাংলাদেশী সংগঠন। এর ধারাবাহিকতায় বাংলাদেশি অধ্যুষিত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রধানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসের অভারভিলা মেরির হলরুমে এ  বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ প্রধান বলেন, যেকোনো ধরনের ছিনতাই, ডাকাতি কিংবা এ ধরনের কোনো ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করবেন, যাতে আমাদের তথ্য পেতে সহজ হয়। প্রবাসী বাংলাদেশিরা যখনই কোনো নির্যাতনের শিকার হবেন তখনই তাদের বৈধ কাগজ আছে কিনা সেটা দেখার বিষয় না, তাদেরকে পুলিশের কাছে যেতে হবে এবং অভিযোগ দাখিল করতে হবে।

আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রবাসীদের নিরাপত্তা দেয়ার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসন তাই করবে। কিন্তু, প্রবাসীদের কিছু সচেতন হওয়া উচিত বলে মনে করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের উপস্থিতি পুরুষ সবাই দেখে ভবিষ্যতে কনফারেন্সে নারীদের সম্পৃক্ত করার জন্য উপদেশ দেন।

প্রবাসীদের উদ্দেশ্যে ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী বলেন, আমাদের যদি এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি মেরির মেয়রের সাথে এরকম বৈঠক করা হবে এবং পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেতে বাধ্য হবো।

উল্লেখ্য দীর্ঘদিন থেকে বাংলাদেশি অধ্যুষিত ক্যাথসিমা, অভারভিলা, সেইন্ট ডেনিসসহ অন্যান্য এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে