Dr. Neem on Daraz
Victory Day

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের ৩ প্রার্থী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০২:০৩ পিএম
মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের ৩ প্রার্থী

ঢাকাঃ মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তারা।

 

প্রার্থীরা হলেন— ঢাকা- ১১ আসনের নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক হাবিব হাসান ও ঢাকা- ৭ আসনের নৌকার প্রার্থী হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম।

 

সরেজমিনে দেখা গেছে, ঢাকা ১১ আসনের নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন মনোনয়ন ফরম দিতে বিভাগীয় কার্যালয়ে আসেন। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা- ১৮ আসনের নৌকার প্রার্থী হাবিব হাসান। তার সঙ্গেও বেশ কয়েকজন সমর্থক দেখা যায়। একই সময়ে মনোনয়ন ফরম জমা দিতে ঢাকা বিভাগীয় কার্যালয়ে আসেন ঢাকা- ৭ আসনের নৌকার মাঝি ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। তিনি কার্যালয়ে প্রবেশ করার পর হাজী সেলিমও আসেন।

 

তাদের আগে আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

 

এমাআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে