ঢাকাঃ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচি দিলো বিএনপি। আগামী বুধ ও বৃহষ্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (২০ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে, বিএনপির সমর্থনে আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে আজ। এসময় নতুন কর্মসূচির ঘোষণা এলো।