Dr. Neem on Daraz
Victory Day

খালেদাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৬:০৮ পিএম
খালেদাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল

ঢাকাঃ দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে কারাগারে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না।


এর আগে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে যেতে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সময়ক্ষেপণ করছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার আদালতে আসতে বলা সময়ক্ষেপণ এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য একটা কৌশল। কেননা গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কেন্দার একটি আবেদন করেছেন। সেই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেছেন বলে একটি সিল দেওয়া আছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা নির্বাহী আদেশে স্থগিত রাখা হয়েছে। তার মুক্তির শর্তে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। গুরুতর অসুস্থতায় ভুগতে থাকা বিএনপিকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি করে আসছে তার দল। তবে সরকারের পক্ষ থেকে বারবার তা নাকচ করা হয়েছে। আজ দুপুরেও আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে সরকারের করার কিছু নেই। আদালতের নির্দেশ ছাড়া তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে