Dr. Neem on Daraz
Victory Day

দেশের ভোটব্যবস্থা ধ্বংস করেছে জিয়া: আমু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৮:৫৮ পিএম
দেশের ভোটব্যবস্থা ধ্বংস করেছে জিয়া: আমু

ঢাকাঃ দেশের ভোটব্যবস্থা ধ্বংসের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, ‘এদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর  রহমান। প্রতিদ্বন্দ্বী  না থাকলেও   ‘হ্যাঁ’‘না’ভোটের নামে  ব্যালেট পেপারে  সিল মেরে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছে। আজকে সেই জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি  তত্ত্বাবধায়কের দাবি করছে।’

রোববার (৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব অডিটেরিয়ামে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় (ইউএনএ) আয়োজিত  'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে ৫৮ দলীয় জোটের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। সেই জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, কারও ভয়ভীতিতে নয়, এই দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা এই দেশের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উথান ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।


সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ এর মহাসচিব ডাক্তার খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা মো. আযহারুল ইসলাম, গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী ও ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাওলানা মুফতি তালিবুল ইসলাম।


সভায় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয়।

এসময় আমির হোসেন আমু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সাংবিধানিক ও দেশের উন্নয়নের স্বার্থে ৫৮ দলীয় ইউএনএর সিদ্ধান্তকে স্বাগত জানান।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে