Dr. Neem on Daraz
Victory Day

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০১:১৮ পিএম
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ

ঢাকাঃ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই তিন সংগঠনের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। তবে পুলিশ তাতে আপত্তি জানায় এবং অন্য কোনো মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমোদন চাইলেও ঢাবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশের অনুমতি দেয়নি।

ফলে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত এই সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে একটি প্রতিনিধি দল পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করে। তবে মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেয়। তবে কোথায় সেই সমাবেশ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার দুপুরে সমাবেশের স্থানের কথা জানান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ হবে।

আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠ পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব। 

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।  

আফজালুর রহমান বাবু আরও বলেন, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম রয়েছে। সেখানে সকল বিচারপতিরা উপস্থিত থাকবে। সে কারণে এসএসএফ আমাদের পারমিশন দিচ্ছে না। সে কারণে আমরা আমাদের নির্ধারিত পুরাতন স্থান বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে