Dr. Neem on Daraz
Victory Day

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১২:১০ এএম
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবনে যান মির্জা ফখরুল। সাক্ষাৎ শেষে রাত পৌনে ৯টার দিকে তিনি বেরিয়ে আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে মহাসচিব প্রায়ই দেখা করেন। আজও দেখা করেছেন।

আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এর দুই দিন আগে দলীয় প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিবের এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া বর্তমানে নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। অসুস্থ হয়ে বেশ কয়েক বার হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। বাহ্যিকভাবে সবধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে