ঢাকাঃ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের এমপি হতে তৎপরতা শুরু করেছে হাসানুল হক ইনুর দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এরই মধ্যে আসনটি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন জাসদ সভাপতি ইনু। জাসদ ১৪ দলের অন্যতম সদস্য।
জাসদের একটি সূত্র জানিয়েছে, জাসদকে আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এরপরই জাসদের সহসভাপতি ও জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনাকে সংরক্ষিত আসনটিতে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আফরোজা হক রীনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।
বিএনপির ছেড়ে দেওয়া ৬টি আসনের একটি বগুড়া-৪। সেখান থেকে উপনির্বাচনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন জয়ী হওয়ার পর বর্তমান সংসদে তাদের এমপি তিনজন।
সংসদে প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের আসনের বিপরীতে একজন থাকেন সংরক্ষিত আসনে। সে হিসাবে জাসদের বর্তমান সংসদ সদস্য তিনজন হওয়া সত্ত্বেও তারা সংরক্ষিত আসনটিতে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করতে চায়।
বুইউ