Dr. Neem on Daraz
Victory Day

এবার ভোট পেছানোর দাবি করলেন আতিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০২:৪৭ পিএম
এবার ভোট পেছানোর দাবি করলেন আতিক

ঢাকা : সরস্বতী পূজার জন্য ভোট পেছানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের এক সমাবেশে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি এ আহ্বান জানান আতিকুল।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই উৎসব পালনের অধিকার রয়েছে। অমি অবশ্যই মনে করি, সরস্বতী পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে।

আতিকুল আরো বলেন, আমি নির্বাচন কমিশনের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ পিছিয়ে দিন। কারো ধর্ম পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে।

আগামী নিউজ/এমআর /এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে