Dr. Neem on Daraz
Victory Day
নির্বাচনী প্রচারণা

চা বানিয়ে খাওয়ালেন আতিকুল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৭:২০ পিএম
চা বানিয়ে খাওয়ালেন আতিকুল

এই মাসের শেষের দিকেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, ভোটারদের মন যোগাতে সবার দ্বারে দ্বারে যাচ্ছেন।

ভোটারদের মন পেতে বা দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু যখন একজন মেয়র প্রার্থী চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ান সেটি বাড়তি আগ্রহ তৈরি করাই স্বাভাবিক। 
তেমনটিই করলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর রামপুরা ও আফতাবনগর এলাকায় ভোটারদের চা বানিয়ে খাওয়ালেন।

আতিকুল ইসলাম নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হঠাৎই একটি চা দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে যান। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানান তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা।

চা দোকানদার ইয়াসিন বলেন, ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছেন সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি ৮০০ টাকা দিয়ে গেছেন।


এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে