Dr. Neem on Daraz
Victory Day

প্রার্থীদের আয়কর ও কর পরিশোধের তথ্য প্রকাশের দাবি সুজনের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৪:২২ পিএম
প্রার্থীদের আয়কর ও কর পরিশোধের তথ্য প্রকাশের দাবি সুজনের

ঢাকা : দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বরাবর এ সংক্রান্ত চিঠি দেয় সুজন।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, ‘ইসির ওয়েবসাইটে দেখা যায় যে, প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের কোনো তথ্য প্রদান করা হয়নি। যদিও জাতীয় নির্বাচনসহ আগের সব স্থানীয় সরকার নির্বাচনে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি এখন পর্যন্ত সকল ওয়ার্ড, বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়নি। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও সকল ধরনের তথ্য পেনড্রাইভ/সিডি বা ফটোকপির মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’

আগামীনিউজ/এমএস/এস/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে