Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে: তথ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৩:২৩ পিএম
বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে: তথ্যমন্ত্রী

ঢাকাঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন,  বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন তা সত্য নয়। বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন সেসব প্রমাণ এখন সরকারের কাছে রয়েছে। বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে তাদের চুক্তির তথ্য-উপাত্তও সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের স্বাক্ষর আছে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলোই তার প্রমাণ। তারপরও এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করে তারা। এসবের পরে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।

ব্রিফিংয়ের শুরুতে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে পাঠানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের লেখা দুটি চিঠি গণমাধ্যমের সামনে পড়ে শোনান।

চিঠি দুটির একটি লেখা হয়েছে ২০১৯ সালের ১৭ এপ্রিল ও ২৪ এপ্রিল। পাশাপাশি বিএনপির পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মের সঙ্গে দলটির নেতারা যে চুক্তি করেছেন তার নথিও তুলে ধরেন হাছান মাহমুদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে সহযোগিতা বন্ধ, সহযোগিতা দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করতে বলেছেন বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে তারা যে কাজগুলো করেছে, করছে এগুলো রাষ্ট্রদোহিতামূলক কাজ।

সরকারের বিভিন্ন সংস্থা যেগুলো এ বিষয়ে ইনভেস্টিগেশন করে তারা কাজ শুরু করেছে। ’
বিএনপির নিবন্ধন বাতিল হতে পারে কিনা? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনে প্র্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের খরচের হিসাব দিতে হয়। এখানে যে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে দেশের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য—তারা এই হিসাব নির্বাচন কমিশনে দিয়েছে কিনা, সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই খতিয়ে দেখবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে কী করবে। ’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে রীতিমতো লবিস্ট নিয়োগ করে, দেশকে ব্রিবত করার জন্য এবং দেশের রফতানি বাণিজ্য বন্ধ করার জন্য,  দেশের ভাতমূর্তি ক্ষুন্ন করার জন্য, যে রাজনৈতিক দলগুলো এসব করে তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। ’

সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের কথা বলেছেন—পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশ, দেশের রফতানি বাড়ানোর জন্য, ভাবমূর্তি বাড়ানোর জন্য এবং দেশের পর্যটন বাড়ানোর জন্য লবিস্ট নিয়োগ করে। বাংলাদেশ সরকারও পিআর নিয়োগ করেছে এবং এটি পৃথিবীর সব উন্নয়নশীল দেশেই হয়। ’

তিনি বলেন, ‘এই পিআর ফার্ম নিয়োগ করার ফলে আমাদের রফতানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, আমাদের ভাবমূর্তি আগের তুলনায় অনেক ভালো হয়েছে। ’

মির্জা ফখরুল বেশি মিথ্যাচার করতে পারেন বলেই তাকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেশি করে মিথ্যাচার করতে পারেন বিধায় সম্ভবত তাকে মহাসচিবের দায়িত্বে রাখা হয়েছে। তিনি একটাই ভালো করে পারেন সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। ’

ড. মাহমদু আরও বলেন, ‘জলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কীভাবে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিথ্যাচার করেছেন সেই প্রশ্ন আমার। পুরো জাতি যখন তাদের ধিক্কার দিচ্ছে, সিভিল সোসাইটি যারা সরকারেরও সমালোচনা করে তারাও যখন তাদের সমালোচনায় মুখর তখন তিনি আত্মরক্ষার্থে গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন, সেটি করে তিনি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই ডক্যুমেন্টগুলো কীভাবে অস্বীকার করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা তারা যে প্রচণ্ড মিথ্যাচার করেন সেটির প্রমাণ হচ্ছে এটি। তারা সবাই মিথ্যাবাদী। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটির প্রত্যক্ষ প্রমাণ এই ডক্যুমেন্টগুলো। ’

তিনি বলেন, ‘তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শুধু তা নয়; তারা যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও মিথ্যাচার করেছে ক্রমাগতভাবে সেটির প্রমাণ গতকাল বেগম জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত। ’

ষড়যন্ত্র কাজে আসবে না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘তাদের অপচেষ্টা কাজে আসবে না। বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন সমস্ত প্র্রতিবন্ধকতা, ষড়যন্ত্র, অপপ্রচারকে চিহ্ন করে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। ’

তিনি বলেন, ‘অব্যাহতভাবে ষড়যন্ত্র করা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রও সদস্য। ’

খালেদা জিয়ার বাড়ি ফিরে যাওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি প্রচণ্ডভাবে আহত হয়েছে। বিএনপি প্রচণ্ডভাবে হতাশ। ডাক্তাররা কেন তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন। আমি আশা করবো তারা এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে পথ বেছে নিয়েছেন সেটি থেকে ফিরে এসে মানুষের মন জয় করার কর্মসূচি নেবে। ’

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে