Dr. Neem on Daraz
Victory Day

ডা. মুরাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিলের দাবি


আগামী নিউজ | আগামী ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১১:৩৪ এএম
ডা. মুরাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিলের দাবি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সমগ্র চিকিৎসক সমাজ মনে করে, মুরাদ হাসানের নামের আগে ডা. (ডাক্তার) যোগ করলে সম্মানজনক এই মহান পেশাকে অসম্মানিত করা হবে। তাই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতি তার রেজিস্ট্রেশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।

রফিকুল ইসলাম বলেন, ডাক্তারদের সব সংগঠন থেকে মুরাদের অব্যাহতি প্রত্যাশা করে। জিয়া পরিবারকে নিয়ে করা তার কাল্পনিক, মনগড়া, অশ্রাব্য ও অরুচিকর বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

তিনি বলেন, ডা. মুরাদ হাসান আজ পুরো চিকিৎসক সমাজের কাছে ধিকৃত একটি নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন অডিও ক্লিপে প্রচারিত কুরুচিপূর্ণ মন্তব্য ডাক্তার সমাজের ভাবমূর্তি বিতর্কিত করেছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে