Dr. Neem on Daraz
Victory Day

হাসপাতালে ভর্তি রওশন এরশাদ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৬:১৬ পিএম
হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

ফাইল ছবি

ঢাকাঃ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জনিয়েছেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।

মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান মামুন হাসান।

মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। তার পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিরোধী দলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে