Dr. Neem on Daraz
Victory Day

১৫ আগস্টের হত্যার মূল পরিকল্পনাকারী জিয়া: হানিফ


আগামী নিউজ | এম, বি রিয়াদ, ইবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১০:০৭ পিএম
১৫ আগস্টের হত্যার মূল পরিকল্পনাকারী জিয়া: হানিফ

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৫ আগস্টের হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন মূল কো-অর্ডিনেটর। পাকিস্তানের চক্রান্তকারী হিসেবে জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত অনলাইন ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণতদন্ত করতে হবে। শুধু আত্মস্বীকৃত খুনিদের বিচার নয়, এ হত্যার পেছনের মুখোশধারীদেরকেও আইনের আওতায় আনতে হবে। জিয়াউর রহমান জাতিকে দু’ভাবে বিভক্ত করে গেছেন। বিভক্ত জাতি থেকে আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

জানা গেছে, রবিবার বিকেলে অনলাইনে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনাায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে স্ব-স্ব আবাসিক হলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন প্রভোস্টরা। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্টার। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, আবাসিক হল, বিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রলীগের একাংশ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে