ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি না দেয়ায় পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আইনি জটিলতায় আটকে যাওয়ায় বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির শরনাপন্ন হতে চান দল ও পরিবারের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করলে মুক্তি পেতে পারেন খালেদা জিয়া। এটাই একমাত্র উপায়। সে পথেই হাঁটছে বিএনপি। এজন্য এরই মধ্যে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করলে তিনি মুক্তি পেতে পারেন।
তারা বলেন, সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তবে তা আইনের মাধ্যমে নিতে হয়। আইনে বলা আছে, প্রধানমন্ত্রী চাইলে যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে শর্তসাপেক্ষে অথবা নিঃশর্তভাবে ৪০১ ধারা বলে মুক্তি দিতে পারেন। ৪০২ ধারার মাধ্যমে রাষ্ট্রপতিও এ ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ নম্বর আর্টিকেলের মাধ্যমে নিজ ক্ষমতাবলে যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন।