Dr. Neem on Daraz
Victory Day

করোনামুক্ত হলেন রাজশাহীর সাংসদ বাদশা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৩:০৬ পিএম
করোনামুক্ত হলেন রাজশাহীর সাংসদ বাদশা

ফাইল ছবি

রাজশাহী: জেলার রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনামুক্ত হয়েছেন। তার শারীরিক অবস্থাও বর্তমানে ভাল রয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ সাংসদের করোনা নেগেটিভ এসেছে। এমপি বাদশার ব্যক্তিগত সহকারী মইনউদ্দীন আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের ল্যাবে এমপি বাদশার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি আশংকা মুক্ত এবং খুব দ্রুতই তার নির্বাচনী এলাকা রাজশাহীতে ফিরবেন।’

এর আগে শরীরে জ্বর আসায় গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষা করান ফজলে হোসেন বাদশা। ফলে তার নমুনা পরীক্ষা করা হয় এবং করোনা শনাক্ত হয়। এরপর তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। 

পরদিন বৃহস্পতিবার রামেক হাসপাতালের ১৪ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড তাঁকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ফলে ওই দিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে
বাদশাকে ঢাকায় নেয়া হয়। তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হয়। নমুনা পরীক্ষায় ১৪ দিন পর বৃহস্পতিবার তিনি করোনামুক্ত হলেন।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে