Dr. Neem on Daraz
Victory Day

বনানীতে ছাত্র ফ্রন্টের কর্মসূচিতে আ.লীগ ও পুলিশের বাধা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১০:৫৯ পিএম
বনানীতে ছাত্র ফ্রন্টের কর্মসূচিতে আ.লীগ ও পুলিশের বাধা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বনানীতে ছাত্র ফ্রন্টের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে স্থানীয় আওয়ামীলীগ ও পুলিশের যৌথ বাঁধা ও হুমকির তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানিয়েছেন ঢাকা নগর ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস আজ ১৯ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দাবি করেন ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের বাঁশখালীর ৫ শ্রমিক হত্যা ও দোষীদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বনানী থানার পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে বাঁধা ও থানার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইনজামাম কে হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

নেতৃবৃন্দ আরো বলেন, বাঁশখালীর গন্ডামারায় ৫ শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বনানী থানার কর্মসূচি ঘোষণা করা হয় কিন্তু আমরা দেখলাম পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মিলে এই কর্মসূচী বানচাল করার জন্য জোরপূর্বক হুমকি-ধামকি প্রদান করেন। এরা ক্ষমতার জোর খাটিয়ে নায্য দাবির আন্দোলন কে দমিয়ে রাখতে চায়।

নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও একই সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে