Dr. Neem on Daraz
Victory Day

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ১১:০১ এএম
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আজ

ছবি সংগৃহীত

ঢাকাঃ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আজ  সোমবার (১৯অক্টোম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।

গতকাল রোববার (১৮অক্টোম্বর) শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির তালিকা ‘দেখে দিলে’ আজ  সোমবার (১৯অক্টোম্বর) কমিটি ঘোষণা করা হবে।আজ থেকে  স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্য়ক্রম শুরু হবে।

এর আগে গতকাল রোববার (১৮অক্টোম্বর) শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন শ্রমিক লীগের প্রভাবশালী নেতা শাজাহান খান।

আগামীনিউজ/জেহিন

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে