ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরে সরকারের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জনগণের জানার অধিকার রয়েছে।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্রনীতির সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হওয়াটাই উত্তম বলে আমরা বিএনপি মনে করি। তিনি এ দেশে আসতেই পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো তার সঙ্গে কী আলোচনা হলো, সেটা জনগণকে জানানো। জনগণের তা জানার অধিকার রয়েছে।’
জিয়াকে নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে নজরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কোথাও তো আপনার নাম পড়ি না। এদেশের মানুষ জানে যার কন্ঠ থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে তার নাম মেজর জিয়া। পারলে তারা অস্বীকার করুক। প্রমাণ করুক অন্য কারও কন্ঠ থেকে শোনা গেছে কি না।
আগামীনিউজ/এসপি